১৯৮৪ সালে প্রতিষ্ঠিত “জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী” সংক্ষেপে নট্রামস বিলুপ্ত ঘোষণা করে যুগের চাহিদার সংগে সংগতি রেখে যথাযথ অবদান রাখার নিমিত্তে সরকার ২০০৫ সালে জাতীয় সংসদের ১২ নম্বর আইনের মাধ্যমে “জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী “ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণামূলক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।